
		নিজস্ব সংবাদদাতা: সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন সুশীল সমাজ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।
বিকেলে রাজধানীর গোড়ানে রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালায় তারা এসব কথা বলেন। এসময় দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস হাসিনা গত ১৬ বছর রাষ্ট্রযন্ত্র দলীয়করণ করেছে।
রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য মিলেমিশে একার করে ফেলেছে। এসময় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, আওয়ামী লীগ ১৭ বছর বিএনপি নেতাকর্মীর উপর সিমাহীন অত্যাচার করেছে।
এই অত্যাচারীদের দেশে জায়গা না দেয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন