মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের পথে হাটুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

নিজস্ব সংবাদদাতা: দেশ ধ্বংস ঠেকাতে দ্রুত জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের পথে হাঁটার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে গেলে পতিত সরকার আবারো দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমরা বিএনপি পরিবারের মতবিনিময় সভায় তিনি এসব বলেন। দেশ পুনর্গঠনে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান।

চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে সোমবার মতবিনিময়ের আয়োজন করে আমরা বিএনপি পরিবার নামে সংগঠন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় আহত ফটো সাংবাদিকদের চিকিৎসার জন্য তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশকে ধ্বংস করে ফেলেছে। তাদের অত্যাচার, নির্যাতনের চিত্র এখন একে একে বের হতে শুরু করেছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সাধারণ মানুষের স্বাধীনতা নিশ্চিতের ওপর জোর দেন তিনি।

নির্বাচন নাকি সংস্কার আগে, সে বিষয়ে আবারও নিজের অবস্থান তুলে ধরেন তারেক রহমান।

এসময়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা