
		নিজস্ব সংবাদদাতা: শহীদ জিয়া ও বেগম জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা কর্মসূচি নেতাদের ঘর থেকেই শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মশালায় তারা এ আহবান জানায়।
এতে রাষ্ট্র সংষ্কারের ৩১দফা কর্মশালায় উপস্থাপন করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।
সদস্য সচিব তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীসহ অনেকে।
মন্তব্য করুন