
		নিজস্ব সংবাদদাতা: ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরাই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার খুলনা মহানগরের দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। নিজেদের মধ্যে তর্ক-বিতর্কে না জড়িয়ে স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেয়ার উদ্যোগ নেয় বিএনপি’র হাইকমান্ড। সোমবার স্থানীয় সার্কিট হাউজ মাঠে আয়োজিত সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের গুনগত পরিবর্তন আনতে নিজ দলের ভেতর গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি।
তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে অবান্তর আলোচনায় ব্যস্ত থাকলে মানুষের সমাধান উদ্যোগ হোঁচট খাবে।
আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হলে দেশের মানুষের ভাগ্যেন্নয়নে অতীতের অসমাপ্ত কাজ গুরুত্বের সাথে করার কথাও জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন