
		অনলাইন ডেস্ক: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।এদিকে, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ২৫ ফেব্র“য়ারির অবস্থান কর্মসূচি স্থগিত করেছে দলটি। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত করেছেন।
মন্তব্য করুন