মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের চেতনায় আত্মপ্রকাশ হলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র। ঘোষণা করা হযেছে ১৫১ সদস্যের আহবায়ক কমিটি। এর আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এসময় দেশের আর কোনো বিভাজনের রাজনীতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। আর নবাগত দলের নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও বাংলাদেশ পন্থী। রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক। যেখান থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর আনন্দ মিছিল করেছিলো জুলাই আন্দোলনকারীরা। ঠিক সেই জায়গায়, আবারও একত্রিত হয়ে ঘোষণা দিলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের। যার নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে সারাদেশ থেকে মিছিল নিয়ে জড়ো হয় হাজারো ছাত্র-জনতা। সাথে নতুন দলের নাম সংবলিত প্ল্যাকার্ড, আর মাথায় জাতীয় পতাকা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই নৃশংসতার প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দলের নাম, আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ ইসমাঈল হোসেন রাব্বীর বোন মীম আক্তার। পরে দলের আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। নতুন দলের প্রতি আস্থা রেখে সহযোগিতার কথা জানান শহীদ পরিবারের সদস্যরা। এনসিপির নেতারা বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক সারিতে থাকতে হবে, দলে কোনো পরিবারতন্ত্র চলবে না। কে গণভবনে যাবে তা দেশে মানুষ নির্বাচিত করবে, ভারত থেকে নয়। এসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে আগামীতে অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়া সম্ভব বলেও জানান তারা।দেশে ভারত-পাকিস্তানপন্থী রাজনীতি করা যাবে না জানিয়ে নেতারা আগামীতে গণপরিষদ নির্বাচনের দাবি জানান। এরপর দলের ঘোষণাপত্র পাঠ করেন জুলাই আন্দোলনে এক দফার ঘোষক ও আহবায়ক নাহিদ ইসলাম। পরে, জুলাই বিপ্লবের স্লোগান দিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উদযাপন করেন নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা