
		নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছি বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, কূটনৈতিক ও শহীদ পরিবারের সদস্যরা। শুক্রবার রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা বলেন, ফাসিবাদ হটানোর আন্দোলনের মতো আগামী নির্বাচনেও এক হয়ে কাজ করা হবে। রাজনীতিতে ইতিবাচক ধারা সৃষ্টির প্রত্যয়ও জানান কেউ কেউ। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে রাজনীতিতে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, কূটনৈতিক ও শহীদ পরিবারের সদস্যরা। এসময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন রাজনৈতিক দল কারো লেজুড়বৃত্তি করবে না এমন প্রত্যাশার কথাও জানান তারা।
মন্তব্য করুন