
		নিজস্ব প্রতিবেদক: ভোটের প্রস্তুতি ও দলীয় ঐক্য ধরে রাখার নির্দেশনা দিয়ে তৃণমূলে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। বর্ধিতসভায় দলের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকাসহ হাইব্রিড নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকতে সারাদেশ থেকে আসা নেতাদের নির্দেশ দিয়েছেন দলের নীতিনির্ধারক নেতারা। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার ব্যাপারেও ঐকমত্য হয়েছে বর্ধিতসভায়। বহুবছর পর মুক্ত পরিবেশে আয়োজিত এই সভায় উজ্জীবিত তৃণমূলের নেতারা। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে এক ছাদের নিচে উৎসবের আমেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিএনপি’র বর্ধিত সভা। মামলা-হামলা, নানা চরাই-উৎরাই শেষে দলের হাইকমান্ডের সাথে খোলামেলা মতবিনিময়ে উৎফুল্ল সারাদেশ থেকে আসা প্রায় চার হাজার নেতা। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচন দলের জন্য কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে দলীয় শৃঙ্খলা অটুট রাখতে কড়া বার্তা দেয়া হয় তৃণমূলে। চাঁদাবাজি-বিশৃঙ্খলার অভিযোগ বন্ধ, স্থানীয় সরকার নির্বাচন না করা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে ঐকমত্য হয় বর্ধিত সভায়। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লেও পতিত সরকারের লোকেরা নিজেদের আত্মরক্ষায় এখন বিএনপি’র ছায়াতলে আশ্রয় নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে এমন বক্তব্যও উঠে আসে মাঠ পর্যায়ের নেতাদের কাছ থেকে। হাইব্রিড এসব নেতাকর্মীদের বিষয়ে দলের কঠোর অবস্থানের কথাও জানান নীতি নির্ধারক নেতারা।এই বর্ধিত সভা দিয়ে শুরু হলো বিএনপি’র নির্বাচনী যাত্রা। ৩১ দফা কর্মসূচি সামনে রেখে দলের নেতাকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষকে বিএনপি’র পক্ষে ঐক্যবদ্ধ করারও আহ্বান জানায় দলটির হাইকমান্ড।
মন্তব্য করুন