
		নিজস্ব প্রতিবেদক : নব গঠিত জাতীয় নাগরিক পার্টি জনআকাঙ্খা পূরণে সফল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, দলটি মানুষকে বিকল্প খুঁজে নেয়ার সুযোগ দিবে। প্রচলিত রাজনীতি, ষড়যন্ত্রের মতো নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। তারুণ্য নির্ভর দল হলেও অভিজ্ঞদের মতামতের গুরুত্ব দেয়ার তাগিদ দেন তারা।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ হয়েছে শুক্রবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগ এই দল, এতে নেতৃত্বেও তারাই।
বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলনের চেতনা ধারণ করলে দলটি ইতিবাচক রাজনীতির প্ল্যাটফর্ম হবে। মানুষ বিকল্প খুঁজে নেয়ার সুযোগ পাবে।
তবে, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার নতুন দলের ঘোষণা পত্র নিয়ে সমালোচনা করেছেন।
বিশ্লেষকরা বলছেন তরুণরা নেতৃত্ব দিলেও দলের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অভিজ্ঞদের মতামত নিতে হবে।
মন্তব্য করুন