
		নিজস্ব সংবাদদাতা: সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এ মাসের মধ্যে যদি সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে রাজনৈতিক দলগুলো বিকল্প সিদ্বান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, বিদেশি মিডিয়ায় না বলে দেশে সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করেন। গণপরিষদ, স্থানীয় নির্বাচন বা ২য় রিপাবলিকের বিষয়টি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র কিনা, সেটাও খতিয়ে দেখা হবে মন্তব্য করেন তিনি
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা হয়েছে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এর আয়োজন করে। আলোচনা সভার আগে নন্দিত নেত্রী খালেদা জিয়া, বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। খালেদা জিয়ার উপর রচিত এটি প্রথম বই।
এরপর তারেক রহমানকে নিয়ে বিএনপির প্রয়াত ও বর্তমান নেতাদের সাক্ষাৎকার মূলক একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয় অনুষ্ঠানে।
বিএনপি নেতারা এ সময় জামায়াত ইসলাম ও ছাত্রদের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে সমালোচনা করেন। বলেন, কোন দল সম্পর্কে কথা বলতে গেলে গঠনমূলক সমালোচনা করা উচিৎ। এসময় নেতারা গেলো ১৭ বছরে দলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেন, বিলম্ব হলে রাজনৈতিক দলগুলো বিকল্প চিন্তা করবে। এই সময় তিনি গণপরিষদ গঠনের চিন্তার সমালোচনা করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি আওয়ামী লীগ আবারও বাংলাদেশে রাজনীতির সুযোগ পায়, তবে সেটা হবে সবার রাজনৈতিক ব্যর্থতা।
মন্তব্য করুন