
		নিজস্ব সংবাদদাতা: রাজধানীর রায়ের বাজারে গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্যদিয়ে সাংগাঠনিক কার্যক্রম শুরু করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
শনিবার দুপুরে নবগঠিত সংগঠনের নেতারা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ হাসান বলেন, কোনো বৃহত্তর দলের এজেন্ডা বাস্তবায়নকারী হবে না ছাত্র সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আব্দুল কাদের বলেন, দলীয় দাসত্ব নয়, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে নতুন ছাত্র সংগঠন।
মন্তব্য করুন