
		নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের কাছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত। তবে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তিনি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ ঘটে ২৮ ফেব্রুয়ারি। এরপরই সামনে আসে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহনের বিষয়টি। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের তীব্র নিন্দা জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলন এনসিপির আহ্বায়ক। এসময় দেশের গণমাধ্যমে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যার দাবি করে তিনি বলেন, যে কোনও সময় নিবার্চনের জন্য প্রস্তুত তার দল।নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক সারজিস আলম ।এছাড়া, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিও জানান এনসিপি নেতারা।
মন্তব্য করুন