
		নিজস্ব প্রতিবেদক: কূটনৈতিক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৭ই মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই অনুষ্ঠান হয়। ইফতারের আগে দেয়া বক্তব্যে সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগের সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করে আছে। ঐক্য ধরে রাখতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনে পথে হাঁটার জন্য সরকারের প্রতি আহ্বান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মন্তব্য করুন