
		নিজস্ব সংবাদদাতা: নারীদের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক সারজিস আলম। এসিপিতে যোগ দেয়া নারীদের টার্গেট করে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও করেন তিনি। নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান দলটির নেতা সামান্তা শারমিন। বিকেল নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। সম্প্রতি দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে রাজধানী শাহাবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি।এতে যোগ দিয়ে নারীদের উপর নির্যাতন, নিরাপত্তাসহ নানা ইস্যু নিয়ে কথা বলেন জুলাই আন্দোলনের নিহতদের পরিবারের সদস্যরা।এসময় এনসিপির নেতারা বলেন, প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীদের নিরাপত্তা সম্ভব নয়।দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দেশের নারীদের যতটুকু নিরাপদে থাকা উচিত, রাষ্ট্র তা নিশ্চিত করতে পারছে না।
মন্তব্য করুন