
		অনলাইন ডেস্ক: রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বদা পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে। ফ্যাসিস্ট সরকারের আমলের কিছু মানুষ এখনও আহতদের চিকিৎসায় বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এসব বিষয় স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সবাইকে এক হয়ে কাজ করার আহবানও জানান তিনি। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।
মন্তব্য করুন