মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

প্রশাসন ঠিক থাকলে ধর্ষণ-খুন হতো না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

নিজস্ব সংবাদদাতা: দ্রুততম সময়ের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মহিলাদলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, প্রশাসন ঠিক থাকলে সমাজে ধর্ষণ, খুনের মতো ঘটনা ঘটতো না। অন্যদিকে, ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কথা জানিয়েছে ছাত্রদল।

মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি।

নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হাইকোর্টের সামনের সড়কে মানববন্ধন করে ছাত্রদল। এসময়, ধর্ষণকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন ছাত্রদল নেতারা।

অন্যদিকে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, প্রশাসন ঠিক থাকলে ধর্ষণ, খুনের মতো ঘটনা ঘটতো না।

গঠনমূলক সমালোচনাকে অন্তর্বর্তী সরকার ব্যক্তিগতভাবে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দ্রততম সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বিএনপি’র এ নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা