
		অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতারা। তাদের দাবি ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের অসহযোগ আন্দোলন ও এক দফা দাবী আদায় করতে গিয়ে শারীরিকভাবে নির্যাতন এবং বিভিন্ন মামলায় কারা বরণ করতে হয়। অথচ ১ মার্চ রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের নির্যাতিত ও ত্যাগিদের বাদ দিয়ে যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এতে এক দফা আন্দোলনে যাদেরকে সক্রিয়ভাবে রাজপথে দেখা যায়নি তাদের জায়গা দেয়া হয়েছে বলেও জানানো হয়। তাই উক্ত কমিটি বাতিলের জন্য বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে ত্যাগী নেতারা। রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের ঘোষিত কমিটি বাতিল করতে তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
মন্তব্য করুন