মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম

কেরাণীগঞ্জ সংবাদদাতা: ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, বিএনপি দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। তারা জনগণকে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে। তাই বিএনপির ওপর জনগণের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকার কেরাণীগঞ্জের নবাবচর প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানসিঁড়ি যুব সংঘ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপিকে জনগণের ভালোবাসা থেকে জোর করে দূরে সরিয়ে রেখেছিলো। অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যা এবং মামলা দেয়া হয়েছে। কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ থেকে জনগণের জন্য রাজনীতি করে গেছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শাক্তা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করেন ইরফান ইবনে আমান অমি।

অনুষ্ঠানে কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা