
		নিজস্ব সংবাদদাতা: আওয়ামী লীগ শাসনামলে দুর্বৃত্তায়ণের ফলে দেশে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা।
সোমবার রাজধানীতে আলাদা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ মন্তব্য করেন। বিএনপি নেতারা বলেন, বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে আওয়ামী লীগ।
দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগনের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
মাগুরায় শিশু নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা।
তারা বলেন, অন্তর্র্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকারীদের সমালোচিত করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে গণ ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।
আগামী জাতীয় নির্বাচনে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারে সে পরিস্থিতি তৈরি করতে সরকারের প্রতি আহ্বান আহ্বান জানান বিএনপি’র সিনিয়র এই নেতা।
মন্তব্য করুন