
		নিজস্ব সংবাদদাতা: জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্র আগেও ছিলো, আবারও নতুন করে শুরু হয়েছে। বিএনপির পাশে এই মুহুর্তে অনলাইন অ্যাক্টিভিস্টদের সবথেকে বেশি দরকার।
বিএনপি দেশের জনগণের জন্য যা করতে চায়ম তা সবার কাছে পৌঁছে দিতে অনলাইন এক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
মন্তব্য করুন