
		নিজস্ব প্রতিবেদক: জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার দায়িত্ব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৫শে এপ্রিল) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে তাকে অর্থ সহায়তা দেয়া হয়।
জাহিদের মা ফাতেমা তুজ জোহরার হাতে চিকিৎসার অর্থ সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিমসহ অনেকে বক্তব্য রাখেন। জুলাই আগস্ট বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান তারা।
মন্তব্য করুন