
		নিজস্ব প্রতিবেদক: সুবিধাভোগী বিশেষ গোষ্ঠী নির্বাচন নিয়ে টালবাহানা করে গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে ন্যাপ ভাসানী, আমজনতা পার্টি ও পিপলস পার্টির সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আমির খসরু জানান, দেশের প্রায় ৫০টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জনগণ এখনই নির্বাচন চায় না, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেন বিএনপি’র স্থায়ী কমিটির এ সদস্য।
মন্তব্য করুন