
		নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে সুকৌশলে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া হলে ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হবে উল্লেখ করে দ্রু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটি। ব্যাপক উপস্থিতির মধ্যে দিয়ে পালিত হয় দলটির জন্মদিন। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সম্প্রতি সুকৌশলে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিরাজনীতিকরণের পায়তারা চলছে। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচারের দোসররা মাথা চাড়া দিতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় মানবিক করিডর দেয়ার ক্ষেত্রে কোন অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না বলে জানান রাজনৈতিক দলগুলোর নেতারা।
মন্তব্য করুন