
		নিজস্ব প্রতিবেদক: সংস্কারের নামে কালক্ষেপন করে পলাতক স্বৈরাচারের দোসদের দেশত্যাগের সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীতে খ্রীষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। বলেন, সুকৌশলে স্বৈরাচারবিরোধী ঐক্যে ফাঁটল ধরানোর চেষ্টা চলছে। গণন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
খ্রীষ্টান সম্প্রদায়ের সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ফার্মগেটে বার্ক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রীষ্টান ফোরাম। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে খ্রীষ্টান সম্প্রদায়ের সকলের প্রতি শুভেচ্ছা জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই মূল মন্ত্রকে ধারণ করে সবার জন্য সংবিধান সংশোধনের বিকল্প নেই। এসময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, দেশ কোনো ব্যক্তি বা দলের নয়। এটির মালিক জনগণ। ফ্যাসিবাদের জননী দেশ থেকে পালানোর পর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অবারিত সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান।
অনুষ্ঠানে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু হিসেবে নতুন পোপ লিও চর্তুদশ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন