
		নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। দুপুরে যমুনার সামনে গণজমায়েত শেষে তারা মিছিল নিয়ে শাহবাগে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র জনতা। শুক্রবার বিকেল থেকে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলে শাহবাগ চত্বর।
তাদের দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।
এর আগে, গতরাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। রাতভর অবস্থান শেষে বাদ জুমা গণজমায়েত হয়। এতে সংহতি প্রকাশ করে এনসিপি, এবি পার্টি, ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
তাদের দাবি, অভ্যুত্থানে নৃশংসভাবে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ। তাই তাদের নিষিদ্ধ করতে হবে।
গণজমায়েতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। তাদের হাতে রক্তের দাগ।
পরে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মন্তব্য করুন