মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

করিডোর সমাধান অন্তর্বর্তী সরকারের কাজ নয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯:১৮ এএম

নিজস্ব প্রতিবেদক: করিডোর এর বিষয় সমাধান করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। দেশের সমস্ত সংকট সমাধানে রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বলেও জানান তারা। বিএনপি নেতারা বলেন, কোন অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান তারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা মতিনের ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে দলটি।

বক্তব্য রাখেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। একসময় তারা বিগত সরকারের গত ১৫ বছরের নির্যাতন, দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেন, করিডোর অথবা সেন্টমার্টিনের বিষয় সমাধান করা এই সরকারের দায়িত্ব নয়। এসবের দায়িত্ব নির্বাচিত সরকারের। দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্যের মাধ্যমে জুন-জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব।

বর্তমান পরিস্থিতিতে কেউ কারো প্রতিপক্ষ নয় মন্তব্য করে তিনি বলেন, কারো প্রস্তুতির জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা