মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ জাতীয় নির্বাচন দেখতে পাবে’

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০১:০৩ পিএম

ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে জনগণ-এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি। ফ্যাসিবাদের উত্থান রুখতে দেশের স্বার্থে এক ইস্যুতে জনগণ ৫ আগস্টের মতোই ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই আলোচনাসভার। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের আমলে দেশের সব রাজনৈতিক দল ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছিল। রাষ্ট্রে ফ্যাসিবাদ রুখতে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

নিয়মমাফিক জুনের প্রথম সপ্তাহে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করার কথা থাকলেও, বাজেটের আগে এনবিআর এর সংস্কারের উদ্যোগের সমালোচনা করেন তারেক রহমান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার গড়িমসিতে পরাজিত শক্তির মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে।

পতিত ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবেই ফিরতে না পারে সেটি প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা