মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘ডিসেম্বরেই নির্বাচন হতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:০৬ পিএম

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানী নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, সংষ্কার নিয়ে সময়ক্ষেপনের সরকারের ভেতরে ও বাইরে ভিন্ন উদ্দেশ্য কাজ করছে। আগামী দিনে কথামালার বদলে নিরাপদ কর্মপরিবেশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি বিএনপি’র রাজনীতি হবে বলেও জানান তারেক রহমান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের কাছে টানতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ করে বিএনপি’র তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ এই স্লোগাণকে ধারণ করে শুধু ঢাকা নয়, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ বিভাগ থেকেও সমাবেশে যোগ দেন লাখো নেতাকর্মী।

দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় নয়াপল্টনে বিএনপি’র কার্যালয়ের সামনের দুই সড়ক। বিকেল নাগাদ তা ছড়িয়ে পড়ে ফকিরাপুল-কাকরাইল হয়ে আশেপাশের এলাকায়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র সা¤প্রতিক সময়ের এই বড় জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তারুণ্য ও নারীদের বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। জ্ঞানভিত্তিক উন্নত ও নিরাপদ মানবিক বাংলাদেশ গড়তে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে প্রথম ও প্রধান অগ্রাধিকার হবে কর্মসংস্থান সৃষ্টি।

তারেক রহমান বলেন, জনগন সকল ক্ষমতার উৎস। সংস্কারের আড়ালে নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।

আদালতের রায়ের পরও ইশরাক হোসেনকে মেয়রের শপথ নিতে বাধা সৃষ্টি করায় ক্ষোভ জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের পক্ষের জনগণ ও রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান তিনি।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী মন জয় করার নির্দেশ দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা