মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চাইছেন না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:০৬ পিএম

নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক।

শুক্রবার সকালে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার। কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দেখতে চায় না।

দীর্ঘ ১৫ বছর পর এমন চিত্র দেখা গেলো রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে। দিনটির ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। ৫ই আগস্ট পট পরবর্তনের পর শহীদ এই প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সমাধিতে আসেন হাজারো নেতাকর্মী।

শুক্রবার বৃষ্টি ভেজা সকালে বিএনপির সব স্তরের নেতাকর্মী দলে দলে জড়ো হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। দলীয় পতাকাসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিলে মিছিলে উপস্থিত হন তারা। দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। বলেন, প্রধান উপদেষ্টাই চাইছেন না দেশে নির্বাচন হোক।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। না হয় বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করবে।

এদিকে, দিবসটি উপলক্ষে গুলশানের ডিসিসি মার্কেট এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করে গুলশান থানা বিএনপি। এতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোন বিকল্প নেই।

এছাড়া রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা