
		সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল। সোমবার বেলা ১২ টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলীয় নেতারা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সাংবাদিকদের হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে। এমনকি খুব দ্রুত দলের নিবন্ধনও ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রতীক ফিরে পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ফুল কোর্ট সভা কোন আদালত নয়, এটি প্রশাসনিক বিষয়।
মন্তব্য করুন