
		ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেয়ার পক্ষে নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, যে কোন সময় নির্বাচনের জন্য তার দল প্রস্তুত। তবে সুষ্ঠু ও নিরাপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করে জাতীয় নির্বাচন দেয়া পক্ষে মত দেন জামায়াতের আমীর। আগামী বছরের রমজানের আগে হলে নির্বাচন ভালো হয় এপ্রিল পার হওয়া কোনভাবেই ঠিক হবে না বলে জানিয়েছেন শফিকুর রহমান।
এসময় দলটির আমীর বলেন, দুঃখজনক হলেও সত্য যে, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে। ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার।
মন্তব্য করুন