
		দাঁড়িপাল্লা প্রতীকসহ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফেরত পাচ্ছে জামায়াতে ইসলামী। বুধবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, দাপ্তরিক কিছু কাজ বাকি থাকায় প্রতীক পেতে কিছুটা বিলম্ব হলেও নিবন্ধন দ্রুতই পাবেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী করে গেজেট প্রকাশের পর আর কোন কাজ ইসির নেই বলে জানান তিনি।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে সাম্প্রতিক সময়ে দেয়া আদালতের আদেশ পর্যালোচনা হয় সভায়।
দুইঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রতীক সহ নিবন্ধন ফেরত পাবে জামায়াতে ইসলামী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসির কাজ শেষ বলে জানান তিনি।
এই নির্বাচন কমিশনার জানান, ৭৫ টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের আবেদন পাওয়া গেছে।
মন্তব্য করুন