
		ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরান ঢাকার ৩০ নাম্বার ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পরবর্তী পরিচ্ছন্ন ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) দেবীদাশ ঘাট, সোয়ারীঘাট, বড় কাটারা,ছোট কাটারা, গনিমিয়ার ঘাট, চাম্পাতলী, হেকিম হাবিবুর রহমান রোড ও পার্শ্ববর্তী মিটফোর্ড এলাকায় ঈদ পরবর্তী পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।
বর্জ্য অপসারণ, ব্লিচিং পাউডার ছিটানো ও বিভিন্ন ড্রেন ও আইলেনগুলোতে মশার ওষুধ স্প্রে করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ জুয়েল বলেন, কোরবানির পশুর বর্জ্য থেকে এলাকার বাসীন্দাদের মুক্ত ও মশাদের উৎপাত বন্ধ করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যা অব্যাহত থাকবে।
এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন