মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইসিতে সাবেক তিন সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১২:০০ পিএম

বিএনপি সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেয়া হয়েছে।

দলটির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) নেতৃত্বে একটি প্রতনিধি দল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে যান। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান ।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করেছে বিএনপি। এ লক্ষ্যে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে অভিযোগের কপি জমা দেয়। এরপর ওই প্রতিনিধিদলের সদস্য ও বিএনপির নেতা সালাহ উদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলার আবেদন করেন। এতে তিন দফার নির্বাচন পরিচালনাকারী সিইসিসহ মোট ১৯ জন কমিশনার এবং কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

বিএনপির সদস্য সালাহ উদ্দিন খান বলেন, বিতর্কিত এই তিন নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপির মহাসচিবের এ সংক্রান্ত চিঠি জমা দিয়েছি। যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায়, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত , ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কেএম নূরুল হুদার অধীনে এবং কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা