
		সরকার গতিশীল না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৪মে জুন) ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এসময় দেশে আর যাতে কোন ধরনের মবজাস্টিসের পুনরাবৃত্তি না হয়, বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, আইন অনুযায়ী রাতের ভোট ও ডামি নির্বাচনের সাথে যুক্তদের বিচার হতে হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের সরকার গঠনের সুযোগ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
মন্তব্য করুন