
		অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপি’র সিনিয়র নেতারা। নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন তারা। এদিকে, চীন সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডং এবং সিপিসি’র আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানায় চীন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের চীন সফর করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার দ্বিতীয় দিন সকালে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডং এবং সিপিসি’র আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সঙ্গে বৈঠকে করেন মির্জা ফখরুল। আলোচনায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানায় চীন। আর বাণিজ্য অসমতা দূর করতে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা দিতে চীনের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিন, রাজধানীর উত্তরায় রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা কমসূচি সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এসময় তিনি বলেন, বিচার ও সংস্কারের নামে যদি নির্বাচনকে বিলম্বিত করা হয়, তাহলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, সরকার গতিশীল না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এদিকে, দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে খিলগাঁও থানার কর্মসূচিতে অংশ নেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা না হলে আবারও রাজপথমুখী হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মন্তব্য করুন