মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

'হাসিনার নির্বাচনে অংশ নেয়া দলগুলোও ফ্যাসিবাদের দোসর'  

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:৫০ পিএম

যেসব দল হাসিনার একদলীয় নির্বাচনে অংশ নিয়েছিল তারাও ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ।

শনিবার (২৮ জুন) বরিশালের চাঁদমারী এলাকায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, হাসিনার একদলীয় নির্বাচনে অংশ নিয়েছিল গুটিকয়েক দল, তারাও মুলত ফ্যাসিবাদের দোসর । তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। কারণ সকল গণতান্ত্রিক শক্তি যখন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের নির্বাচন চেয়েছিল তখন কতিপয় নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিবাদি সরকারকে দীর্ঘায়িত করার লাইসেন্স প্রদানের অংশীদার হয়েছিল। তিনি বলেন, যদি সেইদিন গণতান্ত্রিক দলগুলোর সাথে থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে ফ্যাসিবাদি শাসন এত দীর্ঘায়িত হতো না। অন্তর্বর্তীকালীন সরকারকে খুজে বের করতে হবে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য কোন কোন রাজনৈতিক দল, গোষ্ঠী ও ব্যাক্তি প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহায়তা করেছিল। রহমাতুল্লাহ বলেন, স্বৈরাচার হাসিনার পতনের দ্বারপ্রান্তে এসে অনেকেই ভোল পাল্টে নিজেদেরকে অতি বিপ্লবী বলে প্রচার করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে শুরু করে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। যাতে মানুষ বুঝতে পারে- বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা