
		জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ তৃতীয় দিনে পৌঁছেছে উত্তরের জেলা নীলফামারীতে। দিনের কার্যক্রম শুরু হয় দুপুরে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে, যা অনুষ্ঠিত হয় হাতিখানা কবরস্থানে।
এরপর এনসিপির নেতৃবৃন্দ পরিদর্শন করেন সৈয়দপুরের বিহারী ক্যাম্প এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। সৈয়দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ শেষে করে পদযাত্রাটি অগ্রসর হবে নীলফামারী সদরের দিকে। সেখানে শহরের প্রধান প্রধান পয়েন্টে আয়োজিত হবে একাধিক পথসভা।
পদযাত্রায় নেতারা বিচার ব্যবস্থা সংস্কার, সংবিধান সংশোধনসহ নানা জাতীয় ইস্যুতে জনগণের মতামত শুনছেন। 
দলটির দাবি, এই গণ সংলাপ ভবিষ্যতের একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
মন্তব্য করুন