
		বগুড়ায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৫ জুলাই) সকাল ১০ টায় শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যের সাথে কথা বলেন নাহিদ ইসলাম, ডাঃ তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়ায় এসেছেন তাঁরা।
এসময় নাহিদ ইসলাম বলেন , একবছর পূর্তিতে মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। শহীদ পরিবারের সাথে সম্পর্কটা রাজনৈতিক নয়, দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সাথে সম্পর্কটা আত্মার সম্পর্ক। শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন। শহরের কলোনী পলিটেকনিকের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে সাতমাথা গিয়ে সেখানে মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন