মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গফরগাঁওয়ে আক্তারুজ্জামান বাচ্চুর গণসংযোগ 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাস্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারনায় ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চুর ।

এ সময় আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বিএনপি জনগণের দল, জনগণের আস্থা বিএনপির উপর। বিএনপি নেতা-কর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ , ২০২৪ সালে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ ভোট দিতে চায়। এদেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না। পিআর পদ্ধতিতে ইসরায়েলে নির্বাচন হয়। এদেশের মানুষ নিজেদের পছন্দের মার্কার পাশাপাশি পছন্দের প্রার্থী দেখে ভোট দিতে চায়। পিআর পদ্ধতিতে প্রার্থী থাকে না। এই পদ্ধতি ইভিএমের মত বুড়িগঙ্গায় ভেসে যাবে।

বিএনপিতে কোনো অন্যায় অপরাধীর ঠাঁই হবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপার্সন মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করার জন্য দলের সকল নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন। অন্যায়কারীর কোনো কোনো রাজনৈতিক পরিচয় নেই। সততা, আদর্শ, সদচারন, ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির নামে কেউ অপকর্ম করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান আক্তারুজ্জামান বাচ্চু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা