
		বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। ৩১ দফাই ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা।
যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। তারেক রহমানের কথাগুলো আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।
রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের বৈধ উপায় নির্বাচন,কিন্তু দীর্ঘকাল ধরে ক্ষমতাসীনরা তা পাশ কাটিয়ে জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়নি,বরং হাজারো শহীদের রক্ত দিয়ে রচিত হয়েছে তার পতনের ইতিহাস। শুধু সরকার পরিবর্তন নয়, একাত্তর, নব্বই ও চব্বিশের সংগ্রামী চেতনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে নতুন ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এ জন্য একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ লক্ষেই আমরা স্থানীয় মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করছি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস, যুগ্ম আহবায়ক মাহাদী হাসান আনসারী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান প্রমুখ।
মন্তব্য করুন