
		বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বিএনপি এই কথা আর শুনতে চায় না।
শনিবার (১২ জুলাই) সকাল ১১ টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি সংষ্কার ও বিচারের বিষয়ে বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগনের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া।
এ সময় তিনি বিগত সরকার আওয়ামী লীগের মত আচরণ করা থেকে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন। অনুষ্ঠানে নেতা-কর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।
মন্তব্য করুন