
		সরকার অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিডফোর্ডের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি বরং আরও জোরে শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জুলাই গণআভূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১২ই জুলাই) রাজধানীর একটি হোটেলে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গণঅভ্যুত্থানে ছাত্রদলের নিহত ১৪২ পরিবারের সদস্যদের দুঃখ দুর্দশার কথা শোনেন তিনি। এসময় স্বজন হত্যার বিচার চান পরিবারের সদস্যরা। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় যত বিশৃঙ্খলা হচ্ছে।
তারেক রহমান বলেন, বিএনপি তিনমাস আগে জুলাই সনদের বিষয়ে দলের মতামত জানিয়েছে। এখন বিষয়টি সরকারের এখতিয়ার। জুলাই আগস্টের হত্যাকান্ডসহ গেল পনেরো বছরে সংঘটিত সব হত্যাকান্ডের বিচার করবে বিএনপি।
এই দেশ কারো একার নয়। তাই কারা কি করছে সে বিষয়ে দেশবাসীকে সচেতন হতে হবে। বিএনপি কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না জানিয়ে তিনি বলেন, অন্যায়কারীদের আইনের দৃষ্টিতে বিচার করতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে নেই বলেও অভিযোগ করেন তারেক রহমান।
মন্তব্য করুন