মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গণতন্ত্র পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে পটুয়াখালীতে নাগরিক পার্টির পদযাত্রা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে পদযাত্রা করেছে নাগরিক পার্টি। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালীর ঝাউতলায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

পদযাত্রায় নেতৃত্ব দেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী।

ঝাউতলার প্রধান সড়কে ব্যানার, স্লোগান আর প্রতিবাদী কণ্ঠে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে পদযাত্রাটি। রাজনৈতিক কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও অংশ নেন এই কর্মসূচিতে।

পদযাত্রাটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে নিউ মার্কেট, মহিলা কলেজ, লঞ্চঘাট, পুরানবাজার, সিঙ্গারা পয়েন্ট ও পৌরসভার মোড় হয়ে আবার সার্কিট হাউসের সামনে এসে শেষ হয়।

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা, ভোটহীন নির্বাচন ও লাগামহীন দুর্নীতিতে নাগরিক জীবন বিপর্যস্ত। তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা