
		বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কঠিন সময়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আগামীতে তার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। শনিবার (২৬ শে জুলাই) বিকেলে হাটহাজারীর দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে তিনি এসব কথা বলেন। হাটহাজারী উপজেলার ৮ নম্বর মেখল, ৯ নম্বর গোরদুয়ারা এবং ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নসহ ৩ ইউনিয়নের নেতাকর্মীরা এই এই সমাবেশের আয়োজন করে। মীর হেলাল বলেন, বর্তমানে একটি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী কায়দায় প্রচারণা চালাচ্ছে। তারা গণমাধ্যমে তারেক রহমান ও বিএনপির সমকক্ষ হিসাবে উপস্থাপন করতে চায়। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে তিন ইউনিয়নের নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সদস্য ফরম ও নবায়নের রম তুলে দেন ব্যারিস্টার মীর হেলাল।
মন্তব্য করুন