মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে রোববার ঢাকার পরিবহন রুটে বড় পরিবর্তন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ ও শহীদ মিনার এলাকায় একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে ওইসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ছাত্রদলের পক্ষ থেকে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসভা এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে 'জুলাই জাগরণ' নামে চারদিনের সাংস্কৃতিক উৎসব চলছে।

ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে, এসব আয়োজনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যানবাহন চলাচলে সীমাবদ্ধতা থাকবে।

এদিন এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ: ডিএমপির নির্দেশনা অনুযায়ী, নিচের এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে:

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে আসা যানবাহন শাহবাগে না গিয়ে বাম দিকে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে যাতায়াত করতে বলা হয়েছে।

কাঁটাবন মোড়: সায়েন্সল্যাব দিক থেকে আসা গাড়িগুলোকে কাঁটাবন থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে নীলক্ষেত/পলাশী বা বামে হাতিরপুল হয়ে বাংলামোটর হয়ে চলতে বলা হয়েছে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট বা কদম ফোয়ারা থেকে আসা যানবাহনকে শাহবাগ এড়িয়ে হেয়ার রোড হয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। কাকরাইল মসজিদ দিক থেকে আসা যানবাহনকে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যেতে বলা হয়েছে।

টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে শাহবাগ অভিমুখে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা: এই এলাকাগুলোর আশপাশে গাড়ি চলাচল যথাসম্ভব পরিহার করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জুলাই জাগরণ’ নামে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকাবাসীকে যানজট থেকে বাঁচতে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজন ছাড়া উল্লিখিত এলাকায় প্রবেশ না করাই শ্রেয় বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা