
		বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার জজকোর্টের পাশে শনি মন্দির সংলগ্ন ফ্রি মেডিকেল করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ঢাকা সাত আসনের বিএনপি'র সম্ভাব্য প্রার্থী এই আয়োজন করেন
মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিভাগ, চক্ষু বিভাগ, প্রসূতি স্ত্রীরোগ বিভাগ, নাক কান গলা বিভাগ, অর্থোপেডিক বিভাগ, নবজাতক ও শিশু রোগ, পেইন ক্লিনিক ও এনেস্থেনিয়া বিভাগ, প্লাস্টিক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ আগত স্বাস্থ্যসেবা গ্রহিতাদের সেবা প্রদান করেন।
মীর নেওয়াজ আলী নেওয়াজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বলেন, ঢাকা ৭ আসনের জনগণের জন্য আগামীতেও এ ধরনের প্রোগ্রাম চলমান থাকবে। জনমানুষের কল্যাণে তিনি যেকোনো উদ্যোগ গ্রহণ করতে প্রস্তুত। সকলের কাছে তিনি দোয়া চান।
অনুষ্ঠানে ঢাকা ৭ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন