
		বাগেরহাটের ফকিরহাট উপজেলার অসহায় ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান। জানা যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগম। অন্যদিকে, জন্ম থেকেই প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা এই পরিবার। সম্প্রতি এমন একটি খবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসিতে প্রচার হয়। এ খবর লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দৃষ্টিগোচর হবার পর ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।
আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে ফকিরহাটের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের বাড়িতে পাঠান তারেক রহমান। এসময় প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি গোলাম মোস্তফা শেখের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা ও সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিম, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রসঙ্গত, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্ট খামার গ্রামের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখ ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালালেও সংসারের খরচই কোনোভাবে মেটে না। অথচ সংসারে আছে জন্ম থেকেই শয্যাশায়ী প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহ শেখ, আর এখন ক্যান্সারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগম। স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক জমিও বিক্রি করেছেন তিনি। ধার-দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও এখন আর অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে।
অতঃপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিলেন। আর এই আর্থিক সহায়তা আজ ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগমের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
গোলাম মোস্তফা শেখের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এসেছি। একটি বেসরকারি টেলিভিশনের খবরে গোলাম মোস্তফা শেখের কষ্টের কথা জেনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। অসহায় এই পরিবারটির প্রত্যাশা অনুযায়ী আর্থিক সহায়তা দিয়েছেন তারেক রহমান।▫️
মন্তব্য করুন