মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডাকসুতে ভিপি পদে লড়ে ১, ২, ৩ ভোট পেলেন যারা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

এবারের সদস্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়েছেন ৪৫ জন প্রার্থী। প্রার্থীরা সব মিলিয়ে ২৯ হাজার ২৫৯ ভোট পেয়েছেন। এই ৪৫ প্রার্থীর মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন। তাঁরা হলেন-মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। আরও তিনজন প্রার্থী মো. নাছিম উদ্দীন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ দুটি করে ভোট পেয়েছেন। তিনটি করে ভোট পেয়েছেন আরও তিনজন প্রার্থী। তাঁরা হলেন-মো. মুদাব্বীর রহমান, মো. হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম। ডাকসুর ফলাফলের চূড়ান্ত তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়েছেন ১৯ জন প্রার্থী। তাঁরা সব মিলিয়ে ২৮ হাজার ৬৭৭ ভোট পেয়েছেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট।

অন্যদিকে সবচেয়ে কম, ৬টি ভোট পেয়েছেন মো. নিয়াজ মাখদুম নামের একজন।তুলনামূলক কম ভোট পেয়েছেন আরও কয়েকজন জিএস প্রার্থী। তাঁরা হলেন-সাইয়াদুল বাশার (৯), মো. শরিফুল ইসলাম ভূইয়া (১৩), মো. সম্রাট ইসলাম (২৪), মো. রকিবুল হাসান মুন্না (২৮), মো. আবু সায়াদ বিন মাহিন সরকার (৩৭) ও মো. নাইম ইসলাম (৩৮)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা