মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিএনপি প্রতিটি ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে: মির্জা ফখরুল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন বিএনপির সমালোচনা করে। বিএনপিকে বারবার ধ্বংস করতে চেয়েছিল, দল ভাঙতে চেয়েছিলো, পারেনি। ফিনিক্স পাখির জেগে উঠেছে।

শনিবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি নিয়ে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে। গুম-খুন করে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।

বিএনপি মহাসচিব বলেন, আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা